Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে............... ইউনিয়ন

 

কাথুলি ইউনিয়ন মেহেরপুর জেলার গাংনি উপজেলার অন্যতম ছোট্ট একটি  ইউনিয়ন । এ ইউনিয়নের কাথুলি গ্রামে খৃস্টান জাতিও বসবাস ছিল । তাদের মধ্য একটা জাতি ছিল ধনড্য সম্ভ্রান্ত শিক্ষিত পরিবার ছিল । তাঁরা যেমন জ্ঞান  গরিমা তেমন সম্মানে বড় ছিল তাদের দানের হাত ছিল বড় ।

বংশপরম্পরায় ছিল তাঁরা বড় তাদের মধ্য এক প্রেসিডেন্ট( তৎকালীন পদবী) বা চেয়ারম্যান হয়ে আসছিল খৃস্টান জাতি দুই ভাগে ভিভক্ত ছিল

তাদের মধ্য ক্যাথলিক জাতির বাস ছিল সেই কারনে নাকি কাথুলির নাম করন কাথুলি করা হয়েছে । কাথুলি গ্রামে এক সময় ব্রিটিশ বসবাস করত এতে করে কাথুলি গ্রামে  ১৫০বা ২০০ বিঘা জমি আছে জার উপর তৎকালীন কাথুলি স্কুল , স্কুল মাঠ , পুকুর ,সাহেবদের নীলক্ষেত মাঠ এবং একটি মুন্দির আছে যা এখনো পূজা অনুষ্ঠিত হয় ।তৎকালীন কাথুলি গ্রামে একটি বাজার সহ সাপ্তাহিক একটি হাট বস্ত এতে করে মানুষ অনেক উপক্রেত হত যা এখন আর নেয় ।এখানে যে স্কুলতটি ছিল তার যে সদর দরজাটা ছিল তা এখন মেহেরপুর সরকারি বালক বিদ্যালয়ে সদর দরজা

হিসেবে কাজ হচ্ছে । কাথুলি ইউনিয়ন মেহেরপুর সদর হতে ১২ কিঃ মিঃ দূরে উত্তরে অবস্তিথ । এর পশ্চিমে ও দক্ষিনে মেহেরপুর সদর উপজেলা ১নং কুতুবপুর ইউনিয়ন পূর্বে গাংনি উপজেলার সাহারবাটি ইউনিয়ন তেতুলবাড়িয়া ইউনিয়ন অবস্থিত উত্তরে ভারতের নদীয়া জেলার করিমপুর থানা অবস্থিত । ইহার আয়াতন ৩৩,৫১ কিঃ মিঃ লোকসংখ্যা ২৩৯২১ জন খামার সংখ্যা ৫৫৮৭ টি গ্রামের সংখ্যা ০৯ টি লেজারসংখ্যা ৬ টি