Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

ভাষাওসংস্কৃতি

 

            ১নং কাথুলী ইউনিয়ন পরিষদ এক ঐতিহাসিক নাম যার ভাষা ও সংস্কৃতিনিম্নরূপ

 

 

এখান কার লোক জন সাধু, চলিত ও আঞ্চলিক ভাষায় কথা বলে। আমাদের সংস্কৃতি আজ বিলিন হতে বসেছে। এখান কার যে, খেলা বর্তমান আছে তা হচ্ছে ফুটবল, ক্রিকেট, দাড়িয়াবাধা ইত্যাদি। বর্তমান সরকার সঙস্কৃতিকে ধরে রাখার জন্যে বিভিন্ন সময় খেলা বা সাংস্কৃতিকের আয়োজন করে থাকেন।বা বরাদ্দ দিয়ে থাকেন।

 

অতি প্রাচীনকাল হতেই চুয়াডাঙ্গা অঞ্চল বাঙালী সংস্কৃতির সকল ঐতিহ্য লালন পালন করে আসছে। দেশের লোকসাহিত্য ও লোকসংগীতে এ জেলার একটি বিশেষ অবস্থান রয়েছে।বিশেষ করে এ জেলার সমৃদ্ধ বাউল সংগীতের খ্যতি দেশ ও দেশের বাইরে ছড়িয়ে রয়েছে। প্রখ্যাত লালন সাধক খোদা বকশ সাঁই এর জন্মস্থান এ জেলায়, যিনি লোকসংগীতে তাঁর বিশেষ অবদানের জন্য একুশে পদকে ভূষিত হয়েছিলেন।বাউল ছাড়াও যাত্রাগান, জারিগান, কবি গান, বিয়ে উপলক্ষে মেয়েলি গান, পুতুল নাচ, ঝাপান গান (সাপের খেলা) এ জেলার সংস্কৃতির সাথে মিশে আছে।

ছবি